আমাদের দেশে অনেক বিদেশি এ্যাংলার থাকেন। তারা অনেক চেষ্টা করেন মাসে দুইএকদিন কোথাও ফিশিং করতে, এটা তাদের লাইফস্টাইল এর একটা অংশ। কিন্তু বাংলাদেশে তাদের ফিশিং এর জন্য কোনও ব্যাবস্থা নেই। অনেক সুযোগ থাকা সত্যেও বাংলাদেশের পর্যটনে গেইম ফিশিং এর কোনও স্থান নেই, এটা আসলে মেনে নেয়ার মতো না। অথচ আমরা বলি মাছে ভাতে বাঙালি বা এদেশ নদীমাতৃক দেশ। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক আগে থেকেই এ্যাংলিং ট্যুরিজমকে অনেক গুরুত্বের সাথে নিয়েছে। ভারত এটাকে ট্যুরিজম এর একটা অন্যতম খাত হিসেবে নিয়েছে। তাই আমাদের প্রথম প্রাইওরিটি হল বাংলাদেশএর এ্যাংলিং কে আন্তর্জাতিক এ্যাংলারদের কাছে তুলে ধরা এবং বাংলাদেশে তাদের জন্য একটা সুযোগ তৈরি করা।