রোসাটম ইন্টারন্যাশনাল ফিশিং টুর্নামেন্ট ২০২২

0
715

ANGLING IN BANGLADESHআগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় রোসাটম ইন্টারন্যাশনাল ফিশিং টুর্ণামেন্ট ২০২২. সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ এর দুইজন মৎস্য শিকারী এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পুরো ইভেন্ট কভার করার জন্য তাদের সাথে থাকবেন তিন সদস্যের একটি মিডিয়া গ্রুপ।


রাশিয়ার উত্তরের শহর সেইন্ট পিটার্সবার্গের পাশে গলফ অব ফিনল্যান্ডে প্রো-এ্যাংলার্স লীগ ফরম্যাটে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মোট ১২ টি দেশ থেকে প্রতিযোগীরা আসবেন এই টুর্নামেন্টে অংশ নিতে। সাথে থাকবেন সংশ্লিষ্ট দেশের মিডিয়া গ্রুপ। মৎস্য শিকার প্রতিযোগিতা ছাড়াও এই ট্যুরে থাকবে ব্যাপক ঘোরাঘুরি, খানাপিনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরো অনেক কিছু। এর সবই হবে রুশ সরকারের আতিথেয়তায়।ANGLING IN BANGLADESH


প্রো এ্যাংলার্স লীগ সারা পৃথিবীর মধ্যে টপ লেভেল গেইম ফিশিং লীগ গুলোর একটা যা মূলত রাশিয়ায় অনুষ্ঠিত হয়। পৃথিবীর সব নামিদামি ব্র্যান্ডের ট্যাকল ও‌ ইকুইপমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান যেমন, দাইওয়া, শিমানো, গারমিন, লরেন্স ইত্যাদি এই লীগ স্পন্সর করে থাকে। প্রো এ্যাংলার্স লীগ এর চ্যাম্পিয়নশীপের মূল ফরম্যাট হল বোট স্পিনিং ফিশিং। আসন্ন রোসাটম ইন্টারন্যাশনাল ফিশিং টুর্ণামেন্টে প্রতিযোগীদের এই ফরম্যাটেই প্রতিযোগীতা করতে হবে। রাশিয়ার ন্যাশনাল ও রিজিওনাল চ্যাম্পিয়নরা এই প্রতিযোগিতায় রেফারির ও বিচারকের দায়িত্ব পালন করবেন।


দ্বিতীয় বারের মতো এধরণের একটি টুর্ণামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে – এজন্য AIB এর পক্ষ থেকে আমরা বাংলাদেশের সকল সৌখিন মৎস্য শিকারীকে অভিনন্দন জানাই। TEAM AIB গত টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছিল। এবারের টুর্নামেন্টের প্রতিযোগীদের তালিকা এখনও প্রকাশিত হয়নি। আমরা আশা করি সামনের প্রতিযোগিতায়ও বাংলাদেশের পতাকা TEAM AIB বহন করবে। 


বাংলাদেশের গেইম ফিশিং-কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সেই ২০১১ সালে বাংলাদেশের প্রথম এ্যাংলিং প্ল্যাটফরম হিসেবে আমরা যাত্রা শুরু করেছিলাম। বাংলাদেশের গেইম ফিশিং-কে সারা বিশ্বে পরিচিত করিয়ে দেয়া ছিল আমাদের গুরুত্বপূর্ণ মিশনগুলোর একটা। এরই ধারাবাহিকতায় এদেশের গেইম ফিশিং এর সাথে পর্যটন খাতকে সম্পৃক্ত করার সকল চেষ্টা অব্যাহত রয়েছে।


যাই হোক, এবারের টুর্নামেন্টের অংশগ্রহণকারীদের প্রতি আমাদের আগাম শুভেচ্ছা রইল। প্রতিযোগিতায় জয় পরাজয় যা-ই হোক না কেন, দেশের সম্মান যেন কোন ভাবেই ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সম্ভাব্য প্রতিযোগীদের সদা সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply